
দৈনিক,কমলগঞ্জ মতপ্রকাশ:
মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। শুক্রবার (২ মে) বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ প্রেসক্লাবের হলরুমে উপজেলা বিএনপির সভাপতি ও পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, তারেক রহমানের নেতৃত্বে দলকে সু সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। বিগত শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলে সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারেননি। এখন সাংবাদিকরা নির্ভয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আগামীতে এলাকার সাবিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাধারণ সম্পাদক আব্দু রাজ্জাক রাজা, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, নির্মল এস পলাশ, এম এ কাদির চৌধুরী ফারহান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপি পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, প্রত্যুষ ধর, উপজেলা যুবদল আহবায়ক মাহবুবুর রহমানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায়