দৈনিক,কমলগঞ্জ
মতপ্রকাশঃ মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রূপিসহ যুগেন্দ্র মল্লিক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিক পিতা- মৃত দেবেন্দ্র মল্লিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশী টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাগণ।
বাংলাদেশি জাল টাকা: মোট ২,৭৭,২০০/- (দুই লক্ষ সাতাত্তর হাজার দুইশত) টাকা
ভারতীয় জাল রূপি: মোট ৩,৯০০/- (তিন হাজার নয়শত) রূপি, মোবাইল ফোন: ১টি বাটন মোবাইল।
আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে জাল টাকার ব্যবসার সাথে যুক্ত। সে দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছিল। মূলত আসন্ন কোরবানী ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে সে জাল টাকাগুলো নিয়ে এসেছিল।
তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকার মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশী নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ র্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছিল।
প্রকাশনায়, মো: জসিম উদ্দিন
মোবাইল নাম্বার :০১৭২৩৯৪৭৮৪৩
বার্তা সম্পাদক মো:মালিক মিয়া
মোবাইল নাম্বার :০১৭১৪৪৫৬৬৭৪
অফিসঃ গোপাল নগর, কমলগঞ্জ, মৌলভীবাজার
Mail: jasim1987dmch@gmail.com
Design & Development By HosterCube Ltd.