দৈনিক কমলগঞ্জ মতপ্রকাশঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নে করিমপুর গ্রামে মরহুম মোঃ আব্দুল মতলিব উরফে (মতু সরদার) এর তৃতীয় ছেলে।
সৌদি প্রবাসী মোঃ আব্দুল্লা উরফে (পাখি মিয়া) গতকাল ০১/০৭ /২০২৫ইং মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগানো নিজ ঘরে, ঝুলন্ত অবস্থায় আজ বুধবার সকালে দেখা যায়।
৩নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার উনার কাছ থেকে জানা যায় তাদের পূর্বের জের, জমি সংক্রান্ত বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে পারিবারিক দ্বন্দ্ব ছিল।
৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদয়ে কয়েক ধাপয়ে বৈঠক হওয়ার নিশ্চিত করেন নাহিদ আহমদ তরফদার।
ঘটনাস্থলে আসেন কমলগঞ্জ থানা ইনসার্জ। ঘটনা সত্যতা নিশ্চিত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাটানো হয়। রিপোর্ট আসার পর আইনি ব্যবস্হা নেয়া হবে।
প্রকাশনায়, মো: জসিম উদ্দিন
মোবাইল নাম্বার :০১৭২৩৯৪৭৮৪৩
বার্তা সম্পাদক মো:মালিক মিয়া
মোবাইল নাম্বার :০১৭১৪৪৫৬৬৭৪
অফিসঃ গোপাল নগর, কমলগঞ্জ, মৌলভীবাজার
Mail: jasim1987dmch@gmail.com
Design & Development By HosterCube Ltd.