
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া ঢাকা -সিলেট রেলপথে গাছ পড়ে যাওয়ায় অল্পের জন্য ঢাকাগামী কালনী এক্সপ্রেস দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। গাছ কেটে সড়ানোর পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ৭৭৪ ট্রেনটি সকাল ৮টায় ভানুগাছ স্টেশন ছেড়ে ৮টা ১৫ মিনিটে লাউয়াছড়া বনে পৌঁছেলে রেল লাইনের ওপরে হেলে পড়ে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের
ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। পরে বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা পড়ে থাকা গাছ ও ডালপালা কেটে সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।